সাত মাস আগেই সোলেইমানি হত্যায় ট্রাম্পের অনুমোদন

মার্কিন ড্রোন হামলায় নিহত ইরানি শীর্ষ জেনারেল কাশেম সোলেইমানিকে হত্যার অনুমোদন সাত মাস আগেই দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন পাঁচ সাবেক ও বর্তমান প্রশাসনিক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনবিসি নিউজ।

এনবিসি জানায়, যদি ইরানের ক্রমবর্ধমান আগ্রাসনে কোনো মার্কিন নাগরিকের মৃত্যু হয়, তবেই সোলেইমানিকে হত্যায় অভিযান চালানো যাবে বলে সিদ্ধান্ত দেন ট্রাম্প।

এছাড়া ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ইরান একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করার পরেই এমন নির্দেশনা দেয়া হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকে ইরানি ছায়া বাহিনীর হামলার জবাবে ট্রাম্পের কাছে যেসব বিকল্প তুলে ধরা হয়, তার মধ্যে সোলাইমানি হত্যার সিদ্ধান্ত অন্যতম।

এর আগে ইরাকি ছায়া বাহিনীর হামলায় যুক্তরাষ্ট্রের এক বেসামরিক ঠিকাদার নিহত হয়েছিলেন। এ ছাড়া মার্কিন সেনাবাহিনীর চার সদস্যও আহত হন।

এমনকি সোলেইমানির ওপর হামলার ক্ষেত্রে ইরানের পাল্টা প্রতিশোধ আসার ব্যাপারে যে পরামর্শ দেয়া হয়েছিল, ট্রাম্প তা আমলে নেননি বলেও ওই কর্মকর্তারা জানিয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের পরামর্শের জবাবে ট্রাম্প বলেন, তারা (ইরান) যদি আমেরিকানদের ওপর আঘাত হানে, তবেই এই পদক্ষেপ (কাশেম সোলেইমানি হত্যাকান্ড) বাস্তবায়ন করা হবে।

প্রতিবেদনে উঠে এসেছে, সোলেইমানিকে হত্যার অনুমোদনে তোড়জোড় করেছিলেন সাবেক মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। এমনকি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে জেনারেল সোলাইমানিকে হত্যার পর বোল্টন তাতে সমর্থন জানিয়েছিলেন। এছাড়া যুক্তরাষ্ট্রের পরররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওই হামলার পক্ষে ছিলেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: