দেশে বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু ১৯৪৭ সালে

বাংলার প্রথম বিমান চলাচল শুরু হয় সামরিক কাজে। ব্রিটিশ রয়েল এয়ার ফোর্সের প্রয়োজনে ঢাকার তেজগাঁয়ে প্রথম বিমানবন্দর প্রতিষ্ঠিত হয়েছিলো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঠাকুরগাঁ, কুমিল্লা, সিলেট, চট্টগ্রামে কয়েকটি বিমানবন্দর যুদ্ধের প্রয়োজনে তৈরি করা হয়েছিলো। তবে বেসামরিক বা বাণিজ্যিক কাজে বিমান পরিবহন ব্যবস্থা ইংরেজ সরকার এ দেশে নির্মাণ করেনি।

১৯৪৭ সালে বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে বিমান চলাচলের সূচনা হয়। ইস্পাহানীদের তত্ত্বাবধানে ১৯৪৭ সালে ‘ওরিয়েন্ট এয়ার লাইন’ এর উদ্যোগে চারটি রুটে বিমান যাতাযাত সেবা চালু হয়। রুট চারটি হলো ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কলকাতা, ঢাকা-লাহোর এবং ঢাকা-করাচি।

১৯৫০ সালে পাকিস্তানের সরকারি বিমান সংস্থা পিআইএ একে সরকারি আয়ত্ত্বে নিয়ে আসে। ১৯৭২ সালে পিআইএ-র সম্পদ নিয়ে গঠিত হয় বাংলাদেশের প্রথম বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ১৯৭২ সালের ৪ জানুয়ারি ডিসি-৩ বিমান নিয়ে এর যাত্রা শুরু হয়েছিলো।

 

টাইমস/জিএস

Share this news on: