ঢাকায় আতিকুলের প্রচার সমাবেশে সংঘর্ষ

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার দুপুরে গুলশানের শহীদ ফজলে রাব্বি পার্কে অনুষ্ঠিত সমাবেশে দলীয় দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে এই সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে শহীদ ফজলে রাব্বি পার্কে আতিকুল ইসলামের নির্বাচনী সমাবেশ শুরু হয়। সমাবেশে আতিকুল ইসলাম বক্তব্য শুরুর পরপরই ঢাকা উত্তর সিটির ২০নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. নাসির ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মো. জাহিদুর রহমানের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় উভয় প্রার্থীর সমর্থকরা চেয়ার ভাংচুর ও চেয়ার ছুড়ে প্রতিপক্ষের ওপর হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হন।

এ বিষয়ে মেয়র প্রার্থী আতিকুল ইসলাম বলেন, সংঘর্ষের ঘটনা অনাকাঙ্খিত। এ ধরনের ঘটনা মেনে নেয়া যায় না। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জানানো হবে।

উল্লেখ্য, ২৯ ডিসেম্বর ২০নং ওয়ার্ডে আওয়ামী লীগ থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর রহমানকে কাউন্সিলর প্রার্থী হিসেবে সমর্থন দেয়া হয়। পরে নানা নাটকীয়তা শেষে এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. নাসিরকে ফের সমর্থন দেয় আওয়ামী লীগ। এরপর থেকেই দুই প্রার্থীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ