সিলেটে ‘আল্লাহর দলের’ ৯ সদস্য গ্রেপ্তার

সিলেটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন 'আল্লাহর দলের' ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের বিশেষায়িত দল কাউন্টার অ্যান্টি টেরোরিজম ইউনিট। বুধবার রাতে নগরীর শাহপরান থানা এলাকার আরামবাগের একটি বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে- বগুড়া জেলার এরুলিয়া এলাকার বড় কুমিরা গ্রামের মৃত আব্দুল মান্নান আকন্দের ছেলে মানিক আকন্দ ওরফে মেহেদী হাসান (৩২), নোয়াখালী জেলার মাইজদিহি থানার কৃষ্ণপুর গ্রামের আবুল কালামের ছেলে জহির উদ্দিন বাবর (২০), সিলেটের জকিগঞ্জ উপজেলার থানাবাজারের মানিকপুর গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে রাসেল আহমদ (২৪), কুমিল্লার বিবির বাজার এলাকার রাজমঙ্গলপুর গ্রামের আব্দুল আলীর ছেলে আবুল কালাম আজাদ (২০), সিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাহ বাজারের খাফনা গ্রামের মুক্তাদির মিয়ার ছেলে কামাল আহমদ (২৫), সুনামগঞ্জ সদরের আলহেরা এলাকার শাহপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে তমি উদ্দিন সুমন (৩০), রাজশাহীর বাগমাড়া এলাকার চেওখালি গ্রামের কায়েম উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (২৯), সিলেট সদর উপজেলার টুকেরবাজার এলাকার হায়দরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে জুয়েল আহমদ (২৪) ও সিলেটের গোলাপগঞ্জ থানার তুরস্তবাগ এলাকার নলুয়া গ্রামের আলা উদ্দিনের ছেলে মো. স্বপন আহমদ (২১)।

গ্রেপ্তারকৃতদের কাছে থেকে মোবাইল ফোন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার কাগজপত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কাউন্টার এন্টি টেরোরিজম ইউনিটের একটি দল সিলেটে এসে এ অভিযান পরিচালনা করে। সিলেট মহানগর পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন এন্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মোহিদুজ্জামান।

তিনি আরও বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা, সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য এবং জনসাধারণের মধ্য আতঙ্ক সৃষ্টি, ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে দেশে আইনশৃ্ঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা ঘটানোর উদ্দেশ্যে গোপন বৈঠক ও বিভিন্ন পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি গ্রহণের জন্য একত্রিত হয়েছিলো বলে স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে সিলেটের শাহপরান থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ