রাজধানীতে রোববার হরতালের ঘোষণা বিএনপির

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে রাজধানীতে রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, আমরা যে আশঙ্কা করছিলাম তা সত্য হয়েছে। পূর্বের ন্যায় নির্বাচন কমিশনকে ব্যবহার করে তাদের মতো করে ভোট কেন্দ্র দখল করেছে। সরকার অন্তত সচেতনভাবে গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাদের মূল লক্ষ্য এক দলীয় শাসন প্রতিষ্ঠা করা। আমরা আগেও বলেছি এখনও বলছি- আওয়ামী লীগ সরকারের আমলে কোনোদিন সুষ্ঠু নির্বাচন সম্ভব হতে পারে না।

তিনি আরও বলেন, কারচুপি, জালিয়াতি এবং জবরদস্তি করে জনগণের রায়কে পদদলিত করে দলীয় দৃষ্টিকোণ থেকে নির্বাচনকে প্রভাবিত করে ফলাফল নিজেদের করে নিয়েছে। এর প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল আহ্বান করছি। আশা করি ঢাকাবাসী শান্তিপূর্ণভাবে এ হরতাল পালন করবেন, তাদের অধিকার আদায়ের জন্য।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ