বেনাপোলে ১০ স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তার নাম জিহাদ আলী (২৪)। সে বেনাপোলের সাদিপুর গ্রামের তাহাজ্জদ আলীর ছেলে।

বুধবার সকাল ১১টার দিকে ৪৯ ব্যাটালিয়নের কাশিপুর ক্যাম্পের সদস্যরা এ স্বর্ণের চালানটি উদ্ধার করে বিজিবি।

বিজিবি-৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবির একটি টহলদল বিকালে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে জিহাদকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। আটক হওয়া স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার সিজার মূল্য ৬৯ লাখ ৯৬ হাজার (ঊনসত্তর লাখ ছিয়ানব্বই হাজার) টাকা।

তিনি আরও বলেন, আটক জিহাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে স্বর্ণ চোরাচালানে নিয়োজিত আছেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: