করোনাভাইরাস ঠেকাতে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াবেন যেভাবে

করোনাভাইরাস নিয়ে আমরা সবাই আতঙ্কিত। আশার কথা হলো- এখনো বাংলাদেশে করোনাভাইরাস ধরা পড়েনি, তবে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে ইতিমধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আমরা জানি যে, করোনাভাইরাস প্রতিরোধ করতে পারে এমন কোনো টিকা বা ভ্যাকসিন এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। করোনাভাইরাস আক্রান্ত হলে তা চিকিৎসা করতে কার্যকর কোনো ওষুধ এখনো তৈরি করা সম্ভব হয়নি।

আমাদের দেহে এক ধরনের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থা আমাদেরকে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা করে এবং আক্রান্ত হলে রোগটির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। ক্রমবর্ধমান নোভেল করোনার হুমকিতে তাই দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাই অন্যতম ভরসার স্থল।

চলুন জেনে নিই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমরা কী করতে পারি
লাইফ স্টাইল কোচ কৌতিনহোর মতে, প্রয়োজনীয়তা হিসেবে হাত ধোয়ার মতো প্রাথমিক স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা উচিৎ এবং খাদ্য তালিকায় অ্যান্টি-ভাইরাল খাবার অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ।

  • ভালো সাবান ও পানি ব্যবহার করে হাত ধৌত করতে হবে। ভ্রমণের সময় প্রয়োজনে তেল-ভিত্তিক স্যানিটাইজার ব্যবহার করতে পারেন।
  • আপনার মুখ, চোখ ও নাক থেকে হাত এবং আঙ্গুল দূরে রাখুন।
  • জনাকীর্ণ স্থানগুলি এড়িয়ে চলুন।
  • কাঁচা মাংস, কাঁচা ডিম, কাঁচা শাকসবজি প্রভৃতি খাবার এড়িয়ে চলুন।
  • মাস্ক ব্যবহার করুন।

এবার চলুন জেনে নিই, ভাইরাসের বিরুদ্ধে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে (অ্যান্টি ভাইরাল) এমন সব ভেষজ উপাদান সম্পর্কে-

রসুন
এটি একটি শক্তিশালী অ্যান্টি-ভাইরাল। এটি কাঁচা বা খাবারের সঙ্গে বা স্যুপের সঙ্গে যুক্ত করে খাওয়া যেতে পারে। কাঁচা রসুনের কোয়া মধুর সঙ্গে মিশিয়ে রাখুন এবং দুই থেকে তিন দিন পর প্রতিদিন একটি কোয়া খান। কৌতিনহোর মতে, এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর দুর্দান্ত একটি উপায়।

আদা
আদা ও সামান্য মধু একসঙ্গে মেশান। আদা ও মধুর উপাদানগুলি একত্রে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটাবে।

নারকেল তেল
আপনি চাইলে খাঁটি নারকেল তেলে খাবার রান্না করতে পারেন। ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এতে বিদ্যমান লরিমিক অ্যাসিড ও ক্যাপ্রিলিক অ্যাসিড খুবই কার্যকর।

রেসভারেট্রল
রেসভারেট্রল সমৃদ্ধ খাবার যেমন- চিনাবাদাম, পেস্তা, আঙ্গুর, লাল- সাদা ওয়াইন, ব্লুবেরি, ক্র্যানবেরি, স্ট্রবেরি, এমনকি কোকো ও গাঢ় চকোলেট ছত্রাকের সংক্রমণ, অতিবেগুনী বিকিরণ, উদ্বেগ এবং আঘাতের বিরুদ্ধে লড়াই করতে সহায়ক।

ভিটামিন-সি সমৃদ্ধ খাবার
রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভিটামিন-সি একটি অপরিহার্য উপাদান। ভিটামিন-সি সমৃদ্ধ খাবার যেমন আমলকী, কাঁচা মরিচ, লেবু, সরিষা শাক, মিষ্টি আলু প্রভৃতি খেতে হবে।

রোগ প্রতিরোধ বৃদ্ধিতে আরও যা যা করতে পারেন-

  • তুলসী একটি দুর্দান্ত অ্যান্টি-ভাইরাল গুল্ম। চায়ের সঙ্গে তুলসী খাওয়া যেতে পারে বা কাঁচা চিবিয়েও খাওয়া যায়।
  •  
  • ভিটামিন-ডি৩ এর স্তর বজায় রাখুন, কারণ এই ভিটামিনটির স্বল্পতা প্রতিরোধ ক্ষমতা হ্রাস করে দেয়।
  • আপনার অন্ত্র সুস্থ রাখুন। অন্ত্র যত স্বাস্থ্যকর, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তত শক্ত।
  • সাদা চিনি গ্রহণ থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ।
  • দস্তাও সেলেনিয়ামের মতো খনিজ সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। এগুলি বাদাম, কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, কাজু বাদাম ও পেস্তাতে পাওয়া যায়।

বি.দ্র. উপরে আলোচিত উপায়গুলি আপনার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে কার্যকর। অন্যদিকে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা আপনাকে করোনাসহ যেকোনো স্বাস্থ্য জটিলতা মোকাবেলা করতে সহায়তা করবে, আবার অ্যান্টি ভাইরাল উপাদানগুলি সাধারণভাবে ভাইরাসের সংক্রমণ রোধ করতে কার্যকর। এগুলি করোনাভাইরাসের নিশ্চিত প্রতিষেধক বা চিকিৎসা নয়। তথ্যসূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

 

টাইমস/এনজে/জিএস

Share this news on:

সর্বশেষ

img
মিথিলা হাতে উঠলো ভারতের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার May 04, 2024
img
আট দফা কমার পর বাড়লো স্বর্ণের দাম May 04, 2024
img
মুসলিম উম্মাহর একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী May 04, 2024
img
সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন May 04, 2024
img
সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার May 04, 2024
img
আইপিএলে প্লে অফে ওঠার দৌড়ে এগিয়ে যারা May 04, 2024
img
শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা, ৬ ট্রেনের যাত্রা বাতিল May 04, 2024
img
সরকার গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে: প্রতিমন্ত্রী May 04, 2024
img
শিক্ষকদের মর্যাদা ও বেতন বাড়াতে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী May 04, 2024
img
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস May 04, 2024