নাজমুল হুদা কারাগারে

ঘুষের মামলায় দণ্ডিত বিএনপির সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য নাজমুল হুদাকে কারাগারে পাটানোর আদেশ দিয়েছেন মাননীয় আদালত।

রোববার আদালতে আত্মসমর্পণ করার পর ঢাকার দ্বিতীয় বিশেষ জজ আদালতের বিচারক এইচ এম রুহুল ইমরান জামিন আবেদন নাকচ করে নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন ।

সাপ্তাহিক ‘খবরের অন্তরাল’ পত্রিকার নাম করে ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে এ মামলায় নাজমুল হুদাকে সাত বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত। ২০১৭ সালে হাইকোর্ট তার সাজা কমিয়ে চার বছরের কারাদণ্ড দেয়। ১৯ নভেম্বর হাই কোর্টের ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে সুপ্রিম কোর্ট। সেখানে ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

খালেদা জিয়ার সরকারের দুই বারের মন্ত্রী নাজমুল হুদা বিএনপি থেকে বেরিয়ে বিএনএফ গঠন করেন। ওই দলের কর্তৃত্ব হারানোর পর তিনি তৃণমূল বিএনপি গঠন করেন।

 

টাইমস/এএস/এইচইউ

Share this news on:

সর্বশেষ