খালেদার মুক্তি চেয়ে কাদেরের কাছে ফখরুলের ফোন

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ফোন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে টেলিফোন করেছেন। কিন্তু প্যারোলে খালেদার মুক্তির ব্যাপারে বিএনপির পক্ষ থেকে লিখিত কোন বক্তব্য আমরা পাইনি। এছাড়া এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছেও বিএনপির পক্ষ থেকে কোন লিখিত বক্তব্য আসেনি।

ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের প্রতিবেদনের সঙ্গে বিএনপি নেতাদের বক্তব্যের মিল নেই। সরকার খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আন্তরিক। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে।

খালেদা জিয়া রাজনৈতিক মামলায় সাজাপ্রাপ্ত নন উল্লেখ্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রীর জামিনের বিষয়টি আদালতের ক্ষমতাধীন। এতে সরকারের কোনো হাত নেই।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ