ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু জুনে: রেলমন্ত্রী

আগামী জুন মাস থেকেই ঢাকা থেকে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। শুক্রবার পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দান-দিঘীতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসহায়-দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বোদা পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলার ৪০ জন অসহায় দুস্থ ব্যক্তির মাঝে ১৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেল যোগাযোগ সহজ ও নিরাপদ করতে সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, জুন মাসের মধ্যেই চিলাহাটি-হলদিবাড়ি রেললাইন নির্মাণের কাজ শেষ হলে ঢাকা-শিলিগুড়ি ট্রেন চলাচল শুরু হবে। এছাড়া রেল যোগাযোগ সহজ করতে ১৪ মার্চ যমুনা নদীর ওপরে ডাবল লাইনের বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণ কাজ উদ্বোধন করা হবে।

 

টাইমস/এসএন

 

Share this news on: