কচুরিপানা বিক্রির ভিডিও ভাইরাল

কচুরিপানা নিয়ে দেশের এক মন্ত্রীর বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এটি। বহুবর্ষজীবী জলজ এই উদ্ভিদটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে। এমনকি জাতীয় সংসদেও কচুরিপানা নিয়ে কথা হয়েছে। এর পর থেকে প্রশ্ন উঠেছে কচুরিপানা কি, আসলেই কি কচুরিপানা খাওয়া যায়?

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দুই ব্যক্তিকে একজন সবজি বিক্রেতার দোকান থেকে কচুরিপানা কিনতে দেখা যাচ্ছে।

ওই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি সবজির দোকানে এসেই কচুরিপানার দাম জিজ্ঞাসা করছেন। বিক্রেতা জানাচ্ছেন, কচুরিপানার কেজি ৮০ টাকা। এরপর দাম কিছুটা কম রাখা যায় কিনা এমন প্রশ্ন করলে বিক্রেতা জবাব দেন, কেজিতে ৫ টাকা কম রাখা যাবে। তবে তিনি ৬০ টাকা কেজি রাখতে বললেও রাজি হয়ে যান বিক্রেতা। এরপর তিনি আধা কেজি কচুরিপানা নেন।

এরমধ্যেই অপর এক ব্যক্তিও এসে দাম জানতে চান এবং তিনিও কিছু কচুরিপানা কেনে। একই সময়ে পেছন থেকে অপর একটি কণ্ঠ ভেসে আসে, যেখানে জানতে চাওয়া হয় আর কচুরিপানা আছে কিনা। জবাবে দোকানদার জানান, আছে, আছে।

তবে ভিডিওটির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি কোন জায়গা থেকে ধারণ করা সেটাও জানা সম্ভব হয়নি। তবে ভিডিও নিয়ে কাজ করেন এমন কয়েকজন জানিয়েছেন, কোনো একটি বাজারে পূর্ব পরিকল্পিতভাবে এটি তৈরি করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: