বেগম রোকেয়ার বাড়ি

বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। আজকের নারীরা কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে যে আলোড়ন সৃষ্টি করেছেন তার মূলে রয়েছেন এই নারী।

মহিয়সী এই লেখিকার স্মৃতি বিজড়িত বাড়ি রংপুরের পায়রাবন্দে। ১৮৮০ সালে ৯ ডিসেম্বর নারী জাগরণের এই পথিকৃৎ জন্মগ্রহণ করেন।

বর্তমানে বাড়িটির কোনো স্থাপনা দৃশ্যমান নেই। তবে ভাঙা দেয়াল ও নড়বড়ে খুঁটিগুলো এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

তার বাবা ছিলেন সেখানকার জমিদারদের শেষ উত্তরাধিকার।

২০০১ সালে এখানে সরকারি উদ্যোগে বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র স্থাপন করা হয়। বেগম রোকেয়ার পৈতৃক ভিটার ৩.১৫ একর জায়গা জুড়ে নির্মিত হয়েছে এটি। যেখানে রয়েছে অফিস ভবন, মিলনায়তন, গেস্ট হাউজ, সেমিনার রুম, গবেষণা কক্ষ ও লাইব্রেরি। বর্তমানে এই স্মৃতি কেন্দ্রটির দায়িত্বে রয়েছে শিশু ও মহিলা বিষয়ক মন্ত্রণালয়।

তবে এখানকার প্রধান আকর্ষণই হচ্ছে বেগম রোকেয়ার স্মৃতি বিজড়িত জন্মস্থান। বাংলার নারী জাগরণের এই পথিকৃতের স্মৃতি চিহ্নটুকু দেখতে প্রতিদিনই অসংখ্য ভক্ত, অনুরাগী ও দর্শনার্থীর আগমন ঘটে।

যেভাবে যাবেন: ঢাকা থেকে বাসে যেতে হবে রংপুর। এজন্য গ্রীন লাইন, টিআর ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহনসহ বেশ কিছু বাস সার্ভিস রয়েছে। শ্রেণিভেদে ভাড়া লাগবে ৫০০ থেকে ১১শ টাকা। বাস থেকে নেমে অটোরিকশায় সহজেই যাওয়া যাবে পায়রাবন্দে।

থাকা-খাওয়ার ব্যবস্থা: রংপুর শহরে থাকার জন্য বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। হোটেল শাহ আমানত, হোটেল গোল্ডেন টাওয়ার, হোটেল দি পার্ক, হোটেল তিলোত্তমা প্রভৃতি। খাবারের জন্যও রংপুরে পাবেন বিভিন্ন মানের খাবার হোটেল ও রেস্টুরেন্ট।

Share this news on: