আমিও ভালবাসি তোমায়

প্রিয়তা, মনে আছে সেদিনের কথা?

বলেছিলে আমার মায়ের বাংলা ভাষায়

তুমি আমায় ভালোবাস।

 

তোমার সেদিনের প্রতিটি শব্দে,

মেঘাচ্ছন্ন আকাশের কালো রঙ্গকে করেছিল রঙ্গিন

তোমার মুখের বাংলা ভাষায়

নুইয়ে পড়া সবুজ ঘাসগুলো মাথা চাড়াদিয়ে উঠেছিল

জেগেছিলো বাংলা ভাষায় কথা বলার উন্মাদনা

নিঃশব্দে নয় ; বাংলা ভাষার প্রতিটি শব্দে বলতে চেয়েছিলাম

আমিও ভালবাসি তোমায়।

 

প্রিয়তা, মনে আছে সেদিনের কথা?

সেদিনের দিনটি ছিল ২১ শে ফেব্রুয়ারি

স্তব্ধতার মাঝে আইনের ১৪৪ ধারা জারি যেন রঙ্গিন আকাশটাকে

কালো মেঘের আধারে, ব্জ্রপাতের শব্দে সব ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল।

 

তুমি শুয়ে ছিলে!

পুলিশের গুলিতে তোমার দেহের পবিত্র রক্ত যেন

কৃষ্ণচূড়া ফুলের মত প্রবাহিত হচ্ছিল!

 

জেগে ওঠা সবুজ ঘাসগুলো যেন

লাল রঙে রঞ্জিত হয়েছিল!

তোমার দেহের পবিত্র রক্তের প্রতিটি কণা যেন বলেছিল

বাংলা ভাষার কথা!

বাংলা ভাষায় কথা বলার অধিকারের কথা।

 

৬৬ টি টি বছর পর হৃদ্যসিক্ত কোমল মনে

দাঁড়িয়ে আছি তোমার কবরের পাশে

যে ভাষার জন্য ছিল তোমার

এতো  অধিরতা, এতো আকুলতা, এতো স্মৃতিকাতরতা

প্রতিষ্ঠিত করেছি সেই অমর বাংলা ভাষা।

আর তাইতো, তোমায় আজও বলতে পারছি;

আমিও ভালবাসি তোমায় প্রিয়তা।

Share this news on: