করোনাভাইরাসের চিকিৎসা দিতে বিয়ে বাতিল করা সেই চিকিৎসকের মৃত্যু

চীন মহামারী আকার ধারণ করেছে করোনাভাইরাসের প্রকোপ। এই ভাইরাসে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছে। দেশটির হুবেই প্রদেশের উহান শহরের মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে।

এবার মৃত্যুর মিছিলে নাম উঠলো করোনাভাইরাসের চিকিৎসা দিতে গিয়ে নিজের বিয়ে বাতিল করা সেই চিকিৎসকের। ২৯ বছর বয়সী ওই চিকিৎসকের নাম পেং শিনহুয়া। তিনি শিয়াংজিয়া ডিস্ট্রিক্ট ফার্স্ট পিপলস হাসপাতালের রেসপিরেটরি এ্যান্ড ক্রিটিকাল কেয়ার বিভাগের চিকিৎসক ছিলেন। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে তিনি নিজেও ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন।

এদিকে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম কয়েকদিন আগে তরুণ চিকিৎসক পেং কে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রতিবেদনে বলা হয়েছিল, তরুণ চিকিৎসক পেং শিনহুয়া করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে ব্যস্ত সময় পার করছেন।

ওই প্রতিবেদন প্রকাশের কয়েকদিন পরেই চিকিৎসক পেং শিনহুয়া করোনাভাইরাসে আক্রান্ত হন।

এদিকে শুক্রবার পর্যন্ত চীনের কারাগারগুলোতেও করোনাভাইরাস সংক্রমণের খবর প্রকাশ হয়েছে। দেশটির তিনটি প্রদেশের বেশ কিছু কারাগারে চার শতাধিক কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে চীনে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ