সৌদি বাদশার ভাইসহ রাজপরিবারের তিন সদস্য গ্রেপ্তার

সৌদি রাজপরিবারের তিন জেষ্ঠ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে বাদশা সালমানের ভাই আহমেদ বিন আবদুল আজিজও রয়েছেন। এরা সবাই সৌদি রাজপরিবারের অত্যন্ত প্রভাবশালী সদস্য বলে জানা গেছে। তবে ঠিক কি কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

বাদশা সালমানের ভাই আহমেদ বিন আবদুল আজিজসহ গ্রেপ্তার বাকি দুইজন হলেন, সাবেক যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ ও রাজকীয় কাজিন প্রিন্স নাওয়াফ বিন নায়েফ।

নিউইয়র্ক টাইমসের দাবি, সৌদি রাজপরিবারের হাইপ্রোফাইল তিন সদস্যকে গ্রেপ্তারের পেছনে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের হাত রয়েছে। কারণ এর আগে সৌদি রাজপরিবারের যেসব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছিল, সে সব গ্রেপ্তারের পেছনে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের হাত ছিল।

নিউইয়র্ক টাইমস আরও জানিয়েছে, ২০১৭ সালে সৌদি রাজপরিবারের অনেক সদস্য, মন্ত্রী এবং ব্যবসায়ীদের দেশটির রাজধানী রিয়াদের রিটজ কার্লটন হোটেলে বন্দি করে রাখা হয়েছে। আর এসব কিছুই করা হয়েছে যুবরাজ মুহাম্মদ বিন সালমানের নির্দেশে। কারণ ২০১৬ সালে যুবরাজ হওয়ার পর থেকেই অঘোষিত বাদশা হয়ে গেছেন যুবরাজ মুহাম্মদ বিন সালমান। সূত্র: বিবিসি

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ