চট্টগ্রাম সিটি নির্বাচন: জাপার শেঠের প্রার্থিতা প্রত্যাহার

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

রোববার দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামানের কাছে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন সোলায়মান আলম শেঠ।

রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, সোলায়মান আলম শেঠ নিজে এসে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। মেয়র পদে এখন পর্যন্ত আর কেউ প্রার্থিতা প্রত্যাহার করেনি। তবে চারজন কাউন্সিলর প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

পরে এ বিষয়ে সোলায়মান আলম বলেন, এটা দলের সিদ্ধান্ত, প্লাস আমারও কিছু ব্যক্তিগত সমস্যা আছে, তাই প্রত্যাহার করেছি।

সোলায়মানের প্রার্থিতা প্রত্যাহারের পর এখন মেয়র পদে বৈধ প্রার্থী রইলেন ছয়জন। তারা হলেন- আওয়ামী লীগের এম রেজাউল করিম চৌধুরী, বিএনপির শাহাদাত হোসেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, পিপলস পার্টির আবুল মনজুর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম।

রোববার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: