খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

খুলনায় ১৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে ওই মেলার উদ্বোধন করেছেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। মেলার আয়োজক খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির (বিপিএম-সেবা), ভারতীয় সহকারী হাইকমিশনার (খুলনা) রাজেশ কুমার রায়না, খুলনার পুলিশ সুপার এস এম সফিউল্লাহ (বিপিএম)।

অতিথিরা তাদের বক্তব্যে মেলার সফলতা কামনা করে বলেন, খুলনায় বিনোদনের জায়গা কম। তাই এ বাণিজ্য মেলা অনুষ্ঠিত হলে খুলনাসহ এতদাঞ্চলের মানুষের মধ্যে এক প্রাণচাঞ্চল্যতা ফিরে আসে। দেশি-বিদেশি ব্যবসায়ীরা এ মেলার মাধ্যমে তাদের পণ্য সামগ্রী প্রদর্শন ও ক্রয়-বিক্রয়সহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের এক বিরাট সুযোগ পায়, যা খুলনাসহ দক্ষিণাঞ্চলের ব্যবসা-বাণিজ্য তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ অবদান রাখে।

মেলার মাঠে একটি ডিজিটাল ফোয়ারাসহ প্রায় শতাধিক দেশি-বিদেশি স্টল ও প্যাভিলিয়ন দেখা যাবে। মেলা প্রাঙ্গণে শিশুদের জন্য শিশুজোন, পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক নামাজের স্থান, ওজু খানা, টয়লেট ও ফ্রি ওয়াই-ফাই জোনের ব্যবস্থাসহ সম্পূর্ণ মেলা প্রাঙ্গণ সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত করা হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on: