করোনায় মমতা ব্যানার্জির ডায়েট চার্ট

বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এই ভাইরাস জনিত কোভিড-১৯ রোগ ঠেকাতে লকডাউনে গোটা বিশ্ব। এই ভাইরাসের সংক্রমণ রোধে কী ধরনের খাবার খেতে হবে এ নিয়েও অনেকে চিন্তায় রয়েছেন। বিশ্ববাসীর কাছে ভাইরাসটি একেবারে নতুন হওয়ায় খাবার নিয়ে ছড়াচ্ছে বিভিন্ন গুজবও।

এমতাবস্থায় করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে দূরে থাকতে শুক্রবার একটি ডায়েট চার্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি নিজেও বেশ স্বাস্থ্য সচেতন।

মমতা ব্যানার্জি বলেন- ‍“সকালে একটু উষ্ণ জলে পাতি লেবুর রস দিয়ে খান। গলা ভালো থাকবে। টকদইও খুব ভালো এখন। সঙ্গে নিমপাতাও খান। আমি রোজ সকালে ৪টা করে নিমপাতা খাই। পাশাপাশি হালকা খাবার খান, শরীর ভালো থাকবে।’

দেশজুড়ে করোনা সংক্রমণ রুখতে লকডাউনের মতো কঠিন পরিস্থিতিতে পুলিশের ভূমিকা ঠিক কেমন হওয়া উচিত তাও বলে দিলেন তিনি। বলেন, ‘কেউ রেশন কিনতে গেলে, ওষুধ কিনতে গেলে যেন আটকানো না হয়। ক্ষমতার অপব্যবহার করবেন না কেউ।’

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ