রণতরীতে করোনার হানা: হুমকির মুখে মার্কিন নৌ-মহড়া

মহামারী করোনাভাইরাসে টালমাটাল বিশ্ব। প্রতিদিনই ছড়িয়ে পড়ছে ভাইরাসের সংক্রমণ। এবার বিমানবাহী রণতরী ‘রুজভেল্ট’ এ করোনাভাইরাস হানা দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে মার্কিন নৌ-বাহিনীর রণ প্রস্তুতি হুমকিতে পড়বে বলে জানিয়েছেন এ্যাডমিরাল জেমস স্টাভরিডিস।

এ্যাডমিরাল জেমস স্টাভরিডিস জানান, রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের ১১ সক্রিয় ক্রু করোনায় আক্রান্ত হয়েছেন। প্রশান্ত মহাসাগরে অবস্থান করা রণতরীতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় আগামী মাসগুলোতে রণপ্রস্তুতি হুমকিতে পড়বে বলে আশঙ্কা করেছেন সাবেক এই মার্কিন নৌ-কর্মকর্তা।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ