ময়মনসিংহ-৪ আসনে ফরম নিলেন রওশন এরশাদ

একাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের মনোনয়ন ফরম নিয়েছেন।

একইসঙ্গে পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ তিনটি আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আসন তিনটি হলো ঢাকা-১৭, রংপুর-৪ ও সাতক্ষীরা-৪।

রোববার সকালে গুলশানের ইমানুয়েলস কনভেনশন হলে জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এরশাদ। পরে তারা ফরম সংগ্রহ করেন।

এরশাদ বলেন, দেশ ও জনগণের সেবার সুযোগ চাই আমরা। নির্বাচনে জয়ী হয়ে উন্নয়ন ও অগ্রগতিতে আমরা অবদান রাখবো।

এদিকে লালমনিরহাট-৪ আসন থেকে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন এরশাদের ছোট ভাই জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।

এছাড়া দলের শীর্ষ নেতাদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, জিয়াউদ্দিন বাবলু, ফয়সল চিশতী এদিন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

জাতীয় পার্টির মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে বিশ হাজার টাকা।

 

Share this news on: