ইতালিতে করোনায় প্রাণ হারালেন ১০০ চিকিৎসক

মহামারী করোনাভাইরাসের ভয়াল থাবায় ইতালি যেন মৃত্যুপুরী। এখনো থামছেনা মৃত্যুর মিছিল। এছাড়া প্রতিদিনই দেশটিতে নতুন করে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত হয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মীসহ সেচ্ছাসেবীরাও।

তবে সবচেয়ে বেশি আতঙ্কের বিষয়, ইতালিতে এখন পর্যন্ত ১০০ জন চিকিৎসক করোনা রোগীদের সেবা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন। দেশটির হেলথ এসোসিয়েশনের বরাতে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইতালির হেলথ এসোসিয়েশনের এক মুখপাত্র জানিয়েছে, ইতালির জন্য এটি চরম দুর্ভাগ্যের যে, করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১০০ জন চিকিৎসক মারা গেছেন। তবে সংখ্যাটি ১০১ও হতে পারে। মৃতদের এ তালিকায় দেশটির অবসরপ্রাপ্ত চিকিৎসকরাও রয়েছেন। যারা করোনা আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য স্বেচ্ছায় কর্মে যোগ দিয়েছিলেন।

এছাড়া ইতালির বিভিন্ন সংবাদ মাধ্যমে বরাতে এএফপি জানায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটির ৩০ জন নার্স ও স্বাস্থ্যকর্মী প্রাণ হারিয়েছেন।

এব্যাপারে এফএনওএমসিইও এসোসিয়েশনের সভাপতি ফিলিপ্পো আনেল্লি বলেন, করোনা আক্রান্ত রোগীর চিকিৎসায় কোনও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে সুরক্ষা সরঞ্জাম ছাড়া পাঠানো ঠিক নয়। এটি অসম লড়াই ও প্রাণহানীর শঙ্কাকে বাড়িয়ে দেবে।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ ও গতিবিধি পর্যবেক্ষণে নিয়োজিত যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, শুক্রবার পর্যন্ত ইতালিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন। এ ভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে মোট ১৮ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ৪৭০ জন।

 

টাইমস/এসএন

Share this news on: