ত্রাণ বিতরণে অনিয়ম সহ্য করা হবে না: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ত্রাণ বিতরণে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সরকারি ত্রাণ সঠিকভাবে যোগ্য ব্যক্তিদের মাঝে বিতরণ করতে হবে। দেশের এ দুর্যোগকালে সরকারের দেয়া ত্রাণ সামগ্রী যেন কেউ আত্মসাৎ করতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

শনিবার সরকারি বাসভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। 

মন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস আমাদের অদৃশ্য শত্রু। এই শত্রুকে পরাজিত করতে সব মতপার্থক্য ভুলে এখন ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, যারা ঘরে অবস্থান করছেন না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছেন। কারণ করোনা পরিস্থিতিতে নিজেকে ঘরে রাখা ও সামাজিক দূরত্ব মেনে চলা ছাড়া আমাদের আর কোনো পথ নেই।

ওবায়দুল কাদের আরও বলেন, দেশের এই ক্রান্তিকালে একটি কুচক্রী মহল নানা ধরণের গুজব ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এসময় তিনি স্বল্প আয়ের মানুষের পাশে দাড়ানোর জন্য দেশের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ