বরিশালে নারায়ণগঞ্জফেরত দুই পোশাক কর্মীর বাড়িতে হামলা

করোনা সন্দেহে নারায়ণগঞ্জ থেকে বরিশালে ফেরা দুই নারী পোশাক কর্মীর বাড়িতে হামলা চালিয়েছে গ্রামবাসী। পরে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে ওই দুজনের নমুনা সংগ্রহ ও হোম কোয়ারেন্টিনে রাখার আশ্বাস দিলে শান্ত হন গ্রামবাসী।

সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলার শিহিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে ওই দুই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানায়, নারায়ণগঞ্জে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায় মানুষজন নিজ গ্রামে ফিরে আসছেন। রোববার রাতে সেখানকার পোশাক কারখানার দুই নারী কর্মী আগৈলঝাড়ার শিহিপাশা গ্রামে নিজ বাড়িতে আসেন। গ্রামে গুজব রটে, ওই দুই নারী করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে এসেছেন। এতে গ্রামবাসীর মধ্যে করোনা-আতঙ্ক ছড়িয়ে পড়ে। শতাধিক ব্যক্তি সোমবার সকালে ওই বাড়িতে হামলা চালায়। পরে খবর পেয়ে গৈলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুল ইসলাম তালুকদার লোকজন নিয়ে ঘটনাস্থলে যান। তিনি হ্যান্ডমাইক থেকে ওই নারী কর্মীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠানো, তাদের হোম কোয়ারেন্টিনে রাখা ও বাড়িটি লকডাউন করে রাখার আশ্বাস দেন। এরপরই বিক্ষুব্ধ লোকজন শান্ত হয়।

ইউপির চেয়ারম্যান সফিকুল ইসলাম বলেন, বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। পরিবারটি লকডাউনে থাকায় তিনি প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের ব্যবস্থা নিয়েছেন।

পরে স্থানীয় প্রশাসন বাড়ির লোকজনকে হোম কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছেন। গ্রামে পুলিশ পাঠিয়ে বাড়িতে লাল পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বখতিয়ার আল মামুন বলেন, সোমবার ওই দুই নারীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে আসল ঘটনা বোঝা যাবে।

 

টাইমস/এইচইউ

Share this news on: