সোয়াইন ফ্লুর চেয়ে ১০ গুণ বেশী প্রাণঘাতী করোনা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গ্যাব্রিসাস বলেছেন, মহামারী করোনাভাইরাস এক দশক আগে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া সোয়াইন ফ্লুর চেয়ে ১০ গুণ বেশি শক্তিশালী ও প্রাণঘাতী। মঙ্গলবার দ্য ইন্ডিপেনডেন্ট অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১০ সালের আগস্ট পর্যন্ত বিশ্বব্যাপী ব্যাপক হারে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়ে। এতে সারা বিশ্বে অন্তত ১৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হন। আফ্রিকা থেকে ছড়ানো ওই ফ্লু’তে পৃথিবীতে মোট ১৮ হাজার ৪৪৯ জনের প্রাণহানী ঘটে।

সোয়াইন ফ্লু’র প্রসঙ্গ টেনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান বলেন, বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারি এইচ১এন১ (সোয়াইন ফ্লু) এর চেয়েও ১০ গুণ বেশি প্রাণঘাতী হয়ে উঠেছে।

ইনডিপেন্ডেন্ট তাদের প্রতিবেদনে বলছে, ড. তেদ্রোস এমন সময় এই কথা বললেন যখন ইউরোপ-আমেরিকার কয়েকটি দেশ লকডাউন শিথিল করতে শুরু করেছে। তেদ্রোসের এই কথা হয়তো তাদের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলতে পারবে।

ডব্লিউএইচও’র প্রধান বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখা বা লকডাউনের মতো কঠোর সিদ্ধান্তই এ ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষা করতে পারে। এটা প্রমাণিত। এর অর্থ হলো লকডাউন তুলে নিতে হবে ধীরে ধীরে।

জানা গেছে, এরই মধ্যে স্পেনে আংশিক লকডাউন তুলে নেয়া হয়েছে। প্রায় একমাস পর স্পেনের রাজধানী মাদ্রিদে কাজে ফিরেছেন কয়েক লাখ মানুষ। তবে রেস্তোরা, বারের মতো অপরিহার্য নয় এমন প্রতিষ্ঠান এখনো বন্ধ রয়েছে। অন্যদিকে আগামী মাস থেকে লকডাউন তুলে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ