চট্টগ্রামে বেতনের দাবিতে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দুটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। বুধবার নগরীর ইপিজেড ও আতুরার ডিপো এলাকায় সড়ক আটকে বিক্ষোভ করে শ্রমিকরা।

ইপিজেড থানার ওসি মো. নুরুল হুদা জানান, ওই এলাকার পদ্মা ওয়্যার গার্মেন্টসের শ্রমিকরা বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ইপিজেড মোড়ে গিয়ে সড়ক আটকে বিক্ষোভ শুরু করে। ঘণ্টাখানেক পর পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

ওসি বলেন, ওই কারখানায় দুই হাজারের মতো শ্রমিক রয়েছে। আজ তাদের বেতন দেওয়ার কথা ছিল। সেজন্য সকাল থেকে তারা কারখানায় জড়ো হয়েছিল। কিন্তু মালিক পরে বেতন দেওয়ার কথা বললে তারা বিক্ষোভ শুরু করে।

এদিকে ইত্যাদি গার্মেন্টস নামে আরেকটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বন্দরনগরীর আতুরার ডিপো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে।

বায়েজিদ থানার ওসি প্রিটন সরকার বলেন, ওই কারখানায় বুধবার বেতন দেয়ার কথা থাকলেও মালিক তা পিছিয়ে দেন। শ্রমিকরা তখন বিক্ষুব্ধ হয়ে কারখানার সামনে রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করে।

 

টাইমস/এইচইউ

Share this news on: