উহানে মৃতের সংখ্যা গণনায় ভুল ছিল : চীন

চীনের হুবেই প্রদেশের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের প্রকৃত সংখ্যা নিয়ে প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছিল বিশ্ব মিডিয়া ও বিভিন্ন সংস্থা। এছাড়া বিভিন্ন দেশও চীন সরকারের ঘোষিত মৃতের সংখ্যা নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। কিন্তু চীন বরবারই তার সংখা তত্বেই অবিচল ছিল। কিন্তু শেষমেশ নিজেদের অবস্থানে টিকে থাকতে পারল না চীন। তারা স্বীকার করে নিয়েছে, মৃতের সংখ্যা গণনায় উহানের স্বাস্থ্য বিভাগের ভুল ছিল।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উহানের প্রাদেশিক প্রশাসন তাদের ভুল স্বীকার করে পোস্ট দেয়। চীনের রাষ্ট্রীয় বিজ্ঞপ্তিতেও করোনায় মৃতের সংখ্যা নিয়ে ভুল স্বীকার করা হয়েছে।

চীনের উহান প্রদেশের প্রশাসন জানিয়েছে, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণে চীন সরকারের ঘোষিত মৃতের সংখ্যার চেয়ে প্রকৃত মৃতের সংখ্যা আরও ৫০ শতাংশ বেশি হবে। ফলে, করোনা সংক্রমণে উহানেই মৃতের সংখ্যা এখন ৩ হাজার ৮৬৯ জনে গিয়ে দাড়াল।

এতে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৬৩২ জন। এরপরও বিশ্বের বিভিন্ন সংস্থা ও দেশ মনে করে, চীন এখনো তাদের মৃতের প্রকৃত সংখ্যা আড়াল করছে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ