করোনা উপসর্গ নিয়ে বগুড়ায় বৃদ্ধের মৃত্যু

জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বগুড়ার শাহজাহানপুর উপজেলার বেতগাড়িতে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার রাতে মোহাম্মাদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে তিনি মারা যান। পরে তার বাড়িসহ ১০টি দোকান লকডাউন করা হয়েছে।

স্থানীয়রা জানান, ওই ব্যক্তি কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি ওই এলাকার মসজিদ সংলগ্ন একটি ঘরে একাই থাকতেন। সেখানে আরও ১০টি দোকান রয়েছে। মৃত্যুর পর মরদেহ রাতেই বাড়ি নেওয়া হয়। রাতেই পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা তার বাড়িতে যান। সেখানে গিয়ে করোনা পরীক্ষার জন্য তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে।

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল বলেন, শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য বিভাগ রাতেই মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করেছেন। তিনি করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় সংক্রামক রোগের বিধি অনুযায়ী তার মরদেহ দাফন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, যেহেতু তিনি করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন সেজন্য তার বাড়িসহ সেখানকার ১০টি দোকান লকডাউন করা হয়েছে। তার নমুনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ আসলে লকডাউন প্রত্যাহার করা হবে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ