করোনাকে নিয়েই হয়তো মানুষকে বাঁচতে হবে

প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে করোনাভাইরাস জনিত রোগ কোভিড-১৯। এর ভয়ে কুঁকড়ে যাচ্ছে কোটি কোটি মানুষ। সবার একটাই প্রশ্ন, কবে তৈরি হবে ভ্যাকসিন। কবে হাতে পাব সেই ‘জাদুর কাঠি’।

স্বাস্থ্য ও রোগ প্রতিরোধ সংশ্লিষ্ট কর্তারা কেউ বলছেন, জোর চেষ্টা চলছে। তবে দেড় থেকে দুই বছর লাগবে প্রতিষেধক উৎপাদনে। আবার কেউ বলছেন, এ বছরের সেপ্টেম্বরের মধ্যেই প্রতিষেধক চলে আসবে।

কোভিড-১৯-এর প্রতিষেধকের জন্য অধীর আগ্রহে অপেক্ষমাণ বিশ্ববাসীকে হতাশা ও ভীতিকর কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) শীর্ষ বিশেষজ্ঞ ও লন্ডনের ইমপেরিয়াল কলেজের বিশ্ব স্বাস্থ্য বিভাগের অধ্যাপক ডেভিড নাবারো।

এই কর্মকর্তা বলছেন, প্রতিষেধক উৎপাদনের চেষ্টাতে কোনো লাভ হবে না। অদূর ভবিষ্যতে করোনার কার্যকরী প্রতিষেধক তৈরি হওয়ার কোনো নিশ্চয়তা নেই।

মানুষকে হয়তো ভবিষ্যতে করোনাভাইরাসের ঝুঁকি নিয়েই বেঁচে থাকতে হবে। এর সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। কারণ, কবে নাগাদ এর ভ্যাকসিন তৈরি হবে, সফলভাবে আদৌ কার্যকর কোনো ভ্যাকসিন তৈরি করা যাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। দ্য গার্ডিয়ান

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ