জ্বর-শ্বাসকষ্ট নিয়ে রাজশাহীতে নারীর মৃত্যু

জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও পাতলা পায়খানা নিয়ে রাজশাহীর মোহনপুরে এক নারী মারা গেছেন। রোববার রাত আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই নারী কেশরহাট পৌরসভার খড়পট্টির বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল কবির।

ওই নারীর স্বজনরা জানান, কয়েকদিন ধরে জ্বর-সর্দি-কাশি ছাড়াও শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় ভুগছিলেন ওই নারী। অবস্থার অবনতি হলে রোববার রাত সাড়ে ১০টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল কবির বলেন, গভীর রাতে ওই নারীর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। রামেক হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। এরপর তার স্বজনরা মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

তিনি আরও জানান, রাতেই নমুনা সংগ্রহ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য বিধি মেনে মরদেহ সৎকারের নির্দেশনা দেয়া হয়েছে।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ