সলিমুল্ল্যাহ মেডিকেলের ২৩ ডাক্তারসহ করোনায় আক্রান্ত ৪১

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ২৩ জন ডাক্তারসহ ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে তথ্য গোপন করে হাসপাতালের সার্জারি বিভাগে অপারেশন করা রোগীর মাধ্যমে হাসপাতালের ডাক্তারসহ ৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ উন নবী এ তথ্য নিশ্চিত করেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ উন নবী বলেন, করোনায় আক্রান্তদের মধ্যে সার্জারি, মেডিসিন, গাইনিসহ বিভিন্ন বিভাগের মোট ২৩ জন ডাক্তার রয়েছেন। এ ছাড়াও ১০ জন নার্স, ৭ জন স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আনসার আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, আক্রান্তরা এখন পর্যন্ত বেশ ভালো আছেন। আক্রান্তদের কেউ জটিল রোগে ভুগছেন না। ৪১ জনকেই আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টিন করা হয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on:

সর্বশেষ