রংপুরে ত্রাণের দাবিতে বিক্ষোভ

ত্রাণের দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অসহায় মানুষ। সোমবার নগরের কলেজ রোডের পুরোনো ট্রাকস্ট্যান্ড, চারতলা মোড়, নজিরের হাট মুন্সির মোড় ও পীরগাছার কদমতলী এলাকায় পৃথকভাবে শত শত মানুষ বিক্ষোভ করেন।

জানা গেছে, নগরের তিনটি এলাকা ও পীরগাছা উপজেলার একটি স্থানে বিক্ষোভের খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় পুলিশ নগরের নজিরেরহাট মুন্সির মোড় এলাকায় গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায়। এ সময় দ্রুত ত্রাণ তৎপরতার আশ্বাস দিলে বিক্ষোভ থামিয়ে অসহায় পরিবারগুলো বাড়ি ফিরে যান।

এদিকে দুপুর ১২টার দিকে নগরের কলেজ রোড এলাকায় পুরোনো ট্রাকস্ট্যান্ড ও চারতলা মোড় এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ত্রাণসুবিধাবঞ্চিত লোকজন। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা দুপুর একটার দিকে ঘটনাস্থলে এসে খাদ্য সরবরাহের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।

তাদের অভিযোগ, ত্রাণ দেওয়ার আশ্বাস দিয়ে ওয়ার্ড কাউন্সিলররা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিলেও এখন পর্যন্ত কোনো ত্রাণ দেয়নি। বরং পর্যায়ক্রমে দেওয়া হবে বলে এক মাসের বেশি সময় অতিক্রম করেছে।

বিক্ষুব্ধরা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণা করায় এক মাসের অধিক সময় ধরে মানুষজন কর্মহীন হয়ে বাড়িতে অবস্থান করছেন। পরিবার-পরিজন নিয়ে খেয়ে না-খেয়ে দিনযাপন করছেন। কিন্তু বিভিন্ন স্থানে ত্রাণসহায়তা দেওয়া হলেও অনেক এলাকার কর্মহীন অভাবী মানুষ এখনো ত্রাণসহায়তা পাননি।

কোতোয়ালি থানার ওসি আবদুর রশিদ বলেন, বিক্ষোভের খবর জানার পরপরই ঘটনাস্থল নজিরের হাট এলাকায় পুলিশ পাঠানো হয়। তাদের বোঝানো হয় সব এলাকায় ত্রাণ তৎপরতা পর্যায়ক্রমে চলছে। এখানে যত দ্রুত সম্ভব ত্রাণ পৌঁছে দেওয়া হবে। এমন আশ্বাসের পর বিক্ষোভকারীরা সড়ক থেকে বাড়ি চলে যান।

এ ব্যাপারে মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডিবি ও মিডিয়া) আলতাফ হোসেন জানান, নগরের কয়েকটি স্থানে খাদ্যের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকার কর্মহীন মানুষেরা। পরে প্রশাসনের খাদ্যসহায়তার আশ্বাস পেয়ে তারা বাড়ি ফিরে যান।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
সৌদিতে চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু May 18, 2024
img
ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, জনজীবনে স্বস্তি May 18, 2024
img
ওজন কমাতে চাইলে যে ৪ ফল খাবেন May 18, 2024
img
৮০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত May 18, 2024
img
গাজায় ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে লড়াই করতে প্রস্তুত ফিলিস্তিনি যোদ্ধারা May 18, 2024
img
ডেঙ্গুতে প্রাণ গেল আরও একজনের, চলতি বছরে ৩৩ May 17, 2024
img
গত ৪৪ বছরে সবচেয়ে সাহসী রাজনীতিকের নাম শেখ হাসিনা : ওবায়দুল কাদের May 17, 2024
img
গাজায় ইসরায়েলি অভিযানের জন্য হামাসকেও দায়ী করলেন মাহমুদ আব্বাস May 17, 2024
img
চার বিভাগে আরও ৪৮ ঘণ্টার হিট অ্যালার্ট জারি May 17, 2024
img
এআই মানুষের জীবনধারাকে সহজ করলেও এটি সভ্যতার জন্য ঝুঁকি: পলক May 17, 2024