এবার বগুড়া লকডাউন

মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার বগুড়া জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা থেকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত এ লকডাউন বলবৎ থাকবে। বগুড়া জেলা প্রশাসক (ডিসি) ফয়েজ আহাম্মদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বগুড়া সিভিল সার্জনের সুপারিশের ভিত্তিতে লকডাউনের ওই সিদ্ধান্ত নেন জেলা প্রশাসক। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য সংগ্রহ, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন, কর্মী ইত্যাদি এবং সরকারের পক্ষ থেকে সময়ে সময়ে ঘোষিত অন্যান্য জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, বগুড়ায় পাঁচ দিনের ব্যবধানে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুই জনই জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা। এরই প্রেক্ষিতে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: