নেত্রকোনায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ২০ যুবক

মহামারী করোনার প্রাদুর্ভাবে কার্যত লকডাউন সারাদেশ। বিভিন্ন অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান সব বন্ধ। এমনই প্রেক্ষাপটে দেশে চলতি বোরো মৌসুমে দেখা দিয়েছে ধান কাটা শ্রমিকের সংকট। ফলে বিপাকে পড়েছেন কৃষক।

তবে ব্যতিক্রম ঘটেছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। মঙ্গলবার দুর্গাপুরের চন্ডিগড় গ্রামে কৃষকের এমন দুর্দিনে মানবতার আহ্বানে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিতে মাঠে নেমেছেন কয়েকজন যুবক।

স্থানীয় সাইফুল ইসলামের নেতৃত্বে ২০ জন যুবকদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবকরা এই মহৎ উদ্যোগ নিয়েছেন। গ্রামের অসহায় কৃষকদের সহযোগিতা করার উদ্দেশ্যে তারা বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

এরই মধ্যে স্বেচ্ছাসেবকরা গ্রামের অসহায় কৃষক হাফিজ উদ্দিনের ১০ কাঠা জমির পাকা ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়েছেন। এতে চন্ডিগড় গ্রামের অন্যান্য কৃষকরা আনন্দ প্রকাশ করেছেন।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: