মক্কা মদিনায় তারাবি ১০ রাকাত আদায়ের অনুমতি দিল সৌদি

মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতে তারাবিহ নামাজ ১০ রাকাত আদায়ের অনুমতি দিয়েছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মিলে তারাবিহ’র জামাতে অংশ নিতে পারবেন। এছাড়া মসজিদে অন্যান্য মুসল্লিদের প্রবেশে আগের মতই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে সৌদি সরকার জানিয়েছে।

মসজিদুল হারামের খতিব ও হারামাইন শরিফাইন প্রেসিডেন্সির প্রধান শায়খে আবদুর রহমান আস সুদাইস এসব বিষয় নিশ্চিত করেছেন।

সৌদি সরকারের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আল-আরাবিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে ইতিকাফও নিষিদ্ধ করা হয়েছে। এর আগে মুসল্লিদের তারাবি, ইফতার ও ঈদের নামাজও ঘরে আদায়ের পরামর্শ দেয় দেশটির কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সৌদির ধর্মবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-শেখ জানিয়েছেন, করোনাভাইরাসের চলমান প্রাদুর্ভাব অব্যাহত থাকলে আসন্ন রমজানে মসজিদে তারাবি নামাজের জামাত বৃহৎ পরিসরে হবে না।

তিনি আরও বলেন, মসজিদে জামাত বন্ধের পাশাপাশি মৃত ব্যক্তির জানাযা নামাজেও জনসমাগম সীমিত করার নির্দেশ দেয়া হয়েছে।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: