রমজানের পবিত্রতা রক্ষায় ধৈর্য ও সংযম প্রদর্শন করুন: প্রধানমন্ত্রী

জীবনের সর্বস্তরে পরিমিতি বোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে দেশবাসীর প্রতি রমজান মাসের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেছেন, ‘আসুন, পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।’

মাহে রমজান উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

বাণীতে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘রমজান মাস আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমা লাভের মাস। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়।’

প্রধানমন্ত্রী আহ্বান জানিয়ে বলেন, করোনা পরিস্থিতিতে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। এবারের রমজানে তারাবিসহ অন্যান্য ইবাদত বন্দেগী নিজ নিজ বাসায় বসে আদায় করতে হবে।

তিনি দেশের ধর্মপ্রাণ মুসলিমদের উদ্দেশ্যে বলেন, ‘আসুন, রোজা রাখার পাশাপাশি ঘরে অবস্থান করে বেশি বেশি করে কোরআন তেলওয়াত করি। জিকির ও নফল এবাদতের পরিমাণ বাড়িয়ে দেই, যেন পরম করুণাময় আল্লাহ আমাদের দেশ ও জাতি তথা বিশ্ববাসীকে এই মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি দেন। মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। আমিন।’ সূত্র- বাসস

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: