করোনায় বিশ্বে মৃত্যু দুই লাখ ছাড়াল

মাত্র পনের দিনে এক লক্ষ বেড়ে বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে; আর এই মৃত্যুর এক-চতুর্থাংশই ঘটেছে যুক্তরাষ্ট্রে।

এই ভাইরাসের সংক্রমণে চীনের উহানে প্রথম মৃত্যুটি চীনে ঘটেছিল ১১ জানুয়ারি। এর প্রায় তিন মাস পর ১১ এপ্রিল বিশ্বে মৃতের সংখ্যা এক লাখ ছাড়ায়। এরপর মাত্র ১৫ দিনের মধ্যেই আরও এক লাখ মানুষের প্রাণ কেড়ে নেয় এই করোনাভাইরাস।

শনিবার রাতে জনস হপকিন্স ইউনিভার্সিটির হালনাগাদ করা তথ্য অনুযায়ী, বিশ্বে নতুন করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৬৯৮ জন। এই সময়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ ৬৫ হাজার ৯৩৮ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ১০ হাজার ৩২৭ জন।

মৃত্যুর মতো আক্রান্তের সংখ্যায়ও বিশ্বে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র; মোট কোভিড-১৯ রোগীর এক-তৃতীয়াংশই ওই দেশটির নাগরিক। দেশটিতে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ৯ লাখ ১৯ হাজারের বেশি। দেশটিতে আক্রান্তদের মধ্যে ৫ দশমিক ৭ শতাংশেরই মৃত্যু ঘটেছে।

যে দুই লাখের মৃত্যু ঘটিয়েছে করোনাভাইরাস, তার অর্ধেকের বেশি মানুষ ইউরোপের। ইউরোপের সর্বোচ্চ আক্রান্ত দেশ স্পেনে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৭৫৯। মারা গেছেন ২২ হাজার ৯০২ জন। ইউরোপের আরেক দেশ ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯২ হাজার ৯৯৪ জন, মারা গেছেন ২৫ হাজার ৯৬৯ জন। যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫৫৪।

অন্যদিকে, বাংলাদেশে এখনো পর্যন্ত ৪ হাজার ৯৯৮ জনের দেহে করোনাভাইরাস এর উপস্থিতি শনাক্ত হয়েছে। আর আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১৪০ জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

গতবছর ডিসেম্বরের শেষদিকে চীনের উহান শহরে প্রথম কভিড-১৯ এর প্রাদুর্ভাব দেখা যায়। মাত্র পাঁচ মাসের মধ্যেই বিশ্বের ১৮৫টি দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। একবিংশ শতাব্দীতে এখন পর্যন্ত সবচেয়ে বড় মহামারি কভিড-১৯।

 

টাইমস/জিএস

Share this news on: