করোনায় সুস্থ কনিকা কাপুর, বাড়িতে পুলিশের নোটিস!

ভারতীয় তারকাদের মধ্যে সর্বপ্রথম করোনায় সংক্রমিত হন বলিউড গায়িকা কণিকা কাপুর। লন্ডন থেকে ফিরেই জানা যায় তার আক্রান্তের খবর।

ভারতে ফিরেই যখন তার কোয়ারেন্টিনে থাকার কথা ছিল, ঠিক তখনই তিনি বিধি নিষেধ না মেনে বিভিন্ন বড় বড় পার্টিতে অংশ নেন। যেখানে মন্ত্রী, এমপি থেকে শুরু করে রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এরপর জানা যায়, তার করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্তের খবর। তখনই পুরো ভারতজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়।

বলিউডের অনেক বড় বড় তারকারাও তার নিন্দা করেন। শুধু তাই নয়, হাসপাতালে বসেও তিনি নানান কাণ্ড ঘটিয়ে অনেক বিতর্কের জন্ম দিয়েছিলেন।

এদিকে সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কণিকা কাপুর। কিন্তু এবার তার শেষ রক্ষা হলো না। সোমবার (২৭ এপ্রিল) লখনউ পুলিশ তার বাড়িতে একটি নোটিস পাঠিয়েছেন।

আর সেই নোটিসেই আগামী ৩০ এপ্রিলের মধ্যে থানায় তার বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

হাসপাতালে থাকার সময় কণিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০ এবং ১৮৮ ধারা অনুযায়ী সংক্রামক ব্যাধি ছড়ানো এবং আপদকালীন পরিস্থিতিতে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দাখিল করেছিল লখনউ পুলিশ।

তারই ধারাবাহিকতায় কণিকা সুস্থ হতেই এবার তৎপরতা শুরু করলো পুলিশ।

 

টাইমস/জেকে

Share this news on: