অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে হতে পারে ‘স্মার্টফোন পিংকি সিন্ড্রোম’

বর্তমান সময়ে মোবাইল প্রযুক্তি বা স্মার্টফোন আমাদের সবার জীবনের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে গেছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, একজন ব্যক্তি প্রতিদিন গড়ে প্রায় পাঁচ ঘণ্টা নানাভাবে স্মার্টফোন ব্যবহার করেন।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে মানুষের ঘরে থাকার সময় বৃদ্ধি পেয়েছে, ফলে স্মার্টফোন ব্যবহারের মাত্রাও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এর মধ্য দিয়ে ‘স্মার্টফোন পিংকি সিন্ড্রোম’ নামক আঙ্গুলের বিকৃতির সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে।

দীর্ঘক্ষণ হাতে স্মার্টফোন ধরে রাখলে এর ওজনের কারণে হাতের আঙ্গুল কিছুটা বেকে যেতে পারে, যা স্মার্টফোন পিংকি সিন্ড্রোম বলে পরিচিত।

নিয়মিত ফোন ঘাটলে, বিশেষত বার্তা বা ইমেল টাইপ করার জন্য বড় স্মার্টফোন ব্যবহার করলে হাতের বুড়ো আঙ্গুলসহ অন্যান্য আঙ্গুলে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। স্বল্পমেয়াদে এটি আঙ্গুলের চারপাশে ছোট ছোট জোড়গুলির হাইপারমোবিলিটি সৃষ্টি করে; বুড়ো আঙ্গুলের লিগামেন্টগুলিতে ধীরে ধীরে চাপ বাড়াতে থাকে।

দীর্ঘদিন ধরে আঙ্গুলের পুনরাবৃত্তিমূলক অতিরিক্ত ব্যবহার অস্টিওআর্থারাইটিসের কারণ হতে পারে। কারণ, অতিরিক্ত ব্যবহারের ফলে আঙ্গুলের জয়েন্টের মধ্যকার তরল পদার্থ বা কারটিলেজ হ্রাস পেতে শুরু করে।

আঙ্গুলে আর্থ্রাইটিস দেখা দিলে জয়েন্ট সমূহের চারপাশে অতিরিক্ত হাড় গঠনের সম্ভাবনা সৃষ্টি হয়, যা থেকে আঙুলের বিকৃতি ঘটতে পারে বা স্মার্টফোন পিংকি সিন্ড্রোম দেখা দেয়।

তবে, এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর কিছু নয়। এছাড়াও আরও অনেক কারণ রয়েছে, যা আঙ্গুল বিকৃতিকে প্রভাবিত করতে পারে। ডায়েট, পারিবারিক ইতিহাস, অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যা প্রভৃতির কারণেও এটি হতে পারে।

স্মার্টফোন পিংকি সিন্ড্রোম থেকে বেঁচে থাকার জন্য কিছু পরামর্শ

  • স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার থেকে বিরত থাকুন।
  • স্মার্টফোন ব্যবহারের সময় টানা অনেকক্ষণ ব্যবহার না করে কিছুক্ষণের জন্য এটি ব্যবহার করুন।
  • টেক্সটিং বা গেমিংয়ের সময়কে সংক্ষিপ্ত সেশনে ভাগ করুন।
  • আপনার হাত ব্যথা শুরু করার আগেই বিরতি নিন এবং আপনার ফোনটি দূরে সরিয়ে রাখুন।
  • আঙুলগুলি প্রসারিত করে হাতের আঙ্গুলের ব্যায়াম করুন।
  • টাইপ না করে সোয়াইপ কীবোর্ড ব্যবহার করুন বা স্পিচ টাইপিং অপশন ব্যবহার করুন।
  • আপনার মোবাইল ফোনের জন্য ফোন স্ট্যান্ড ব্যবহার করুন।
  • যদি আপনার হাত ব্যথা করে, তবে ফোলাভাব ও প্রদাহ কমাতে ওভার দ্য কাউন্টার ব্যথা কমানোর ওষুধ ব্যবহার করতে পারেন।
  • পর্যায়ক্রমিক বিরতিতে হাত পরিবর্তন করুন, যাতে দীর্ঘ সময় ধরে ডিভাইসটি এক হাতে ধরে রাখতে না।

এসব পরামর্শ আপনাকে সমস্যা থেকে মুক্তি পেতে সহায়তা করবে। তবে এতেও সমাধান না হলে চিকিৎসা সহায়তা নিতে হবে। তথ্যসূত্র: দ্যা ইন্ডিয়ান এক্সপ্রেস

 

টাইমস/এনজে/জিএস

Share this news on: