করোনা রোগী শনাক্ত করতে স্মার্ট চশমা

সহজেই ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের কাজটি বেশ জটিল। এই কাজটি সহজ করতে অভিনব পদ্ধতি অনুসরণ করছে চীন। সম্প্রতি দেশটির হংজৌভিত্তিক স্টার্টআপ কোম্পানি রকিড এ ধরনের স্মার্ট চশমা তৈরি করেছে। এই চশমার নাম দেয়া হয়েছে ‘টি১’। যার মধ্যে রয়েছে ইনফ্রারেড সেন্সর ও ক্যামেরা। এর মাধ্যমে, কে করোনায় আক্রান্ত তাকে শনাক্ত করা যাবে।

রকিডের ভাইস প্রেসিডেন্ট জিয়াং ওয়েনজি জানান, মাত্র ২ সপ্তাহের মধ্যে উৎপাদন করা ‘টি১’ নামের এ চশমা ইতোমধ্যে সরকার, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাপক চাহিদা সৃষ্টি করেছে। এটি দূর থেকে শরীরের তাপমাত্রা পরিমাপ করার পাশাপাশি নির্দিষ্ট তাপমাত্রা এবং তাৎক্ষণিকভাবে তাপমাত্রা যাচাই-বাছাই করতে পারে, যা করোনা রোগী শনাক্তে বেশ সহায়ক।

কোম্পানিটি জানিয়েছে, বিমানবন্দর ও শপিং মলের মতো স্থানগুলোতে একসঙ্গে একাধিক ব্যক্তির শরীরের তাপমাত্রা পরিমাপে চশমাটি ব্যবহারের জন্য আরও কাজ করছেন। করোনা সংক্রমণ এড়াতে স্পর্শহীনভাবে শরীরের তাপমাত্রা পরিমাপে ‘টি১’ খুব কার্যকরী বলে জানিয়েছেন এর গ্রাহক গ্রিনটাউন প্রপার্টি ম্যানেজমেন্টের সভাপতি জিন কেলি।

 

টাইমস/জিএস

Share this news on: