গাজীপুরে ১০ জন গার্মেন্ট শ্রমিক করোনায় আক্রান্ত

গাজীপুরে সাতটি পোশাক কারখানায় অন্তত ১০ জন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, আক্রান্ত তিনজন গার্মেন্ট শ্রমিককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর একজনকে টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এছাড়া বাকি ছয়জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

তিনি আরও জানান, গাজীপুরের বাঘেরবাজার এলাকার দুটি কারখানার তিন নারী শ্রমিকসহ চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। আক্রান্ত চারজনের বাড়ি সুনামগঞ্জ জেলায়।

এছাড়া টঙ্গীর আউচপাড়া এলাকার একটি কারখানায় কর্মরত একজন পুরুষ ও একজন নারী কর্মীকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের দুজনের বাড়ি ময়মনসিংহে।

এ ছাড়া গাজীপুর মহানগরীর গাছা থানার বড়বাড়ি, সাইনবোর্ড, টঙ্গীর মুদাফা ও জয়দেবপুরের নতুনবাজারে একজন করে পুরুষ গার্মেন্ট শ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের অধিকাংশের বাড়ি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়।

 

টাইমস/এসএন

Share this news on: