করোনা উপসর্গ নিয়ে ঢাকায় পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার একজন পুলিশ কনস্টেবল মারা গেছেন। তার নাম এনামুল হক। শনিবার সকালে ৪৫ বছর বয়সী ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়।

শিল্পাঞ্চল থানার ওসি আলী হোসেন খান বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় এনামুলকে পৃথকভাবে রাখা হয়েছিল। তবে তার সর্দি কাশি ছিল অল্প। সকালে গরম পানি পান করার জন্য প্রস্তুতি নেওয়ার সময় তার বুকে ব্যথা ওঠে। কনস্টেবল এনামুলকে প্রথমে পুলিশ হাসপাতালে এবং সেখান থেকে হৃদরোগ ইন্সটিটিউটে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, এনামুলের আগে থেকে হৃদরোগের সমস্যা ছিল। তার করোনাভাইরাসের সংক্রমণ হয়েছিল কি না তা পরীক্ষা করানোর চেষ্টা হচ্ছে।

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ছয় পুলিশের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে প্রায় সহস্রাধিক।

 

টাইমস/এইচইউ

Share this news on: