এখন কেমন আছেন এন্ড্রু কিশোর?

দেশবরেণ্য তারকা ও আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। প্রায় এক বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। অসুস্থ অবস্থায় গত ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন এ শিল্পী। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে।

এর মাঝে এক-দুইবার মৃত্যু গুজব উঠে এন্ড্রু কিশোরকে নিয়ে। সেই গুঞ্জনে ছড়ানো হয়, মারা গেছেন শিল্পী কিশোর। তবে আসল সত্যটা হলো, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে জীবনের অনেক ভয়ংঙ্কর সময় পার করে এখন তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

এছাড়া বর্তমানে নিজের দেশে ফেরার জন্য ছটফট করছেন গায়ক এন্ড্রু কিশোর। এমনটাই জানালেন তার শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস।

এদিকে আগে মার্চ মাসের শেষ সপ্তাহেও দেশে ফিরতে চেয়েছিলেন এ প্লেব্যাক সম্রাট। কিন্তু করোনাভাইরাসের কারণে দেশে ফেরা হয়নি তার।

গুণী এই শিল্পীর পারিবারিক সূত্রে জানা যায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের লিম সুন থাইয়ের অধীনে এন্ড্রু কিশোরের চিকিৎসা চলছে।

চিকিৎসক জানিয়েছেন, এখন অনেকটাই সুস্থ এন্ড্রু কিশোর। এমন কী চাইলে এখন দেশেও ফিরে যেতে পারেন। তবে কয়েক মাস পর পর নিয়মিত চেকআপের জন্য আসতে হবে তাকে।

সবকিছু ঠিক থাকলে শিগগির দেশে ফিরবেন এন্ড্রু কিশোর। সঠিক ব্যবস্থা হলে চলতি সপ্তাহেও দেশে ফিরতে পারেন তিনি।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ