প্রধানমন্ত্রীর নথি জালিয়াতি: সেই ছাত্রলীগ নেতা স্থায়ী বহিষ্কার

প্রধানমন্ত্রীর নথি জালিয়াতির মামলায় রিমান্ডে নেওয়া ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হ‌য়ে‌ছে।

শ‌নিবার সংগঠনটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি তরিকুল ইসলাম মুমিনকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হল।

এর আগে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নথি বের করে জালিয়াতির মাধ্যমে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত বদলে দেওয়ার অভিযোগের মামলায় মুমিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তরিকুল ইসলাম মুমিনসহ তিনজনকে শুক্রবার এই ঘটনায় তেজগাঁও থানায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

প্রধানমন্ত্রীর নথি জালিয়াতির মামলায় ছাত্রলীগ নেতা রিমান্ডে

 

টাইমস/এইচইউ

Share this news on: