গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে উত্তাল হংকং, গ্রেপ্তার ২৩০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঘোষিত লকডাউন শিথিল করার পর আবারও উত্তাল হয়ে উঠেছে হংকংয়ের রাজপথ। মঙ্গলবার হংকংয়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এদিন বিক্ষোভ দমন করতে নারী ও শিশুসহ ২৩০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো হংকংয়েও সামাজিক দূরত্ব মেনে চলার নিয়ম কার্যকর ছিল। এছাড়া কিছু কিছু এলাকা লকডাউনও ছিল। যে কারণে এতদিন বিক্ষোভকারীরা আন্দোলনে ছিলেন না।

কিন্তু লকডাউন শিথিল করার পরপরই চীন বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে হংকং। গত রোববার থেকেই হংকংয়ের রাস্তায় বিক্ষোভকারীদের উপস্থিতি বাড়তে থাকে। গত কয়েকদিনে দেশটির পুলিশ বাহিনীর সঙ্গে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের কয়েকদফা সংঘর্ষও হয়েছে।

সংঘর্ষের জেরে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগসহ নানা অভিযোগে অন্তত: ২৩০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

প্রসঙ্গত, ২০১৯ সালের নভেম্বরে জেলা পরিষদ নির্বাচনে ব্যাপক সাফল্য পায় দেশটির গণতন্ত্রপন্থীরা। নির্বাচনে ৪৫২ জনের মধ্যে ৩৮৮ জন গণতন্ত্রপন্থী প্রার্থী নির্বাচিত হওয়ায় হংকংয়ে চীনপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জোরালো হয়। যে বিক্ষোভের রেশ এখনো চলছে হংকংয়ে।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ