ভোলার তিন হাসপাতালে চালু করোনার নমুনা সংগ্রহের বুথ

সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা সদর আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের ব্যক্তিগত অর্থায়নে ভোলায় করোনা আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহরে তিনটি বুথ স্থাপন করা হয়েছে।

শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন হাসপাতালে একযোগে এসব বুথের উদ্বোধন করেন সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

এসব বুথ উদ্বোধনের মধ্য দিয়ে খুব সহজেই এ জেলার মানুষের নমুনা সংগ্রহ করা যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে বুথ।

এ সময় তোফায়েল আহমেদ বলেন, ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখান থেকে নমুনা সংগ্রহ করে বরিশাল বা ঢাকায় পাঠাতে সমস্যা হয় বিধায় ভোলায় স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অচিরেই ভোলায় করোনা পরীক্ষার জন্য একটি ল্যাব স্থাপন করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালি, জেলা পরিষদের ভাইস গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মো. সিরাজ উদ্দিন প্রমুখ।

 

টাইমস/এইচইউ

Share this news on: