এডেন উপসাগরে ব্রিটিশ জাহাজে জলদস্যুদের হামলা

এডেন উপসাগরে ব্রিটিশ পতাকাবাহী একটি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে সশস্ত্র জলদস্যুরা। রোববার মধ্যরাতে দুটি স্পীটবোট নিয়ে জলদস্যুরা ব্রিটিশ জাহাজ ঘেরাও করে। ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্সের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশন্সের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রিনিচ সময় সোমবার সাড়ে ১২টার দিকে ওই জাহাজে হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই এডেন উপসাগরীয় অঞ্চলে নিজেদের জাহাজ চলাচলের ওপর জরুরি সতর্কতা জারি করে ব্রিটিশ কর্তৃপক্ষ।

রয়টার্সের বরাতে আল-আরাবিয়া জানিয়েছে, এডেন উপসাগরের উপকূল থেকে ৭৫ নটিক্যাল মাইল দূরে জলদস্যুরা দুটি স্পীডবোটে চেপে ব্রিটিশ জাহাজ আটক করে। পরে জলদস্যুরা ব্রিটিশ জাহাজ লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় ব্রিটিশ জাহাজ থেকেও জলদস্যূদের লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়। পরিস্থিতি সুবিধাজনক না হওয়ায় জলদস্যুরা দ্রুত পালিয়ে যায়।

তবে এ ঘটনায় কেউ হতাহত না হলেও জাহাজের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

টাইমস/এসএন

Share this news on: