করোনা জয় করে ঘরে ফিরলেন অধ্যাপক মুনতাসীর মামুন

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসীর মামুন। প্রায় ১৬ দিন করোনার সঙ্গে লড়াই করে অবশেষে জয়ী হয়ে তিনি বাসায় ফিরেছেন। বাংলাদেশ ইতিহাস সম্মিলনী এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ইতিহাস সম্মিলনীর উপদেষ্টা সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন ৩ মে করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে তার চিকিৎসায় ৬ সদস্যের উচ্চ পর্যায়ের মেডিকেল টিম গঠিত হয়।

মেডিকেল টিমের পরামর্শে পরে অধ্যাপক মুনতাসীর মামুনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচএ) ভর্তি করা হয়। দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর সিএমএইচ কর্তৃপক্ষ সোমবার তাকে করোনামুক্ত ঘোষণা করে।

প্রসঙ্গত, এর আগে অধ্যাপক মুনতাসীর মামুনের ৮৬ বছর বয়সী মা জাহানারা খানও করোনাকে জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

 

টাইমস/এসএন

Share this news on: