ভারতে সড়ক দুর্ঘটনায় একদিনে ১৮ অভিবাসী শ্রমিক নিহত

ভারতে গত কয়েকদিনে সড়ক দুর্ঘটনার সংখ্যা বেড়ে গেছে। এসব দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তারা সবাই পরিযায়ী বা ভ্রাম্যমাণ শ্রমিক। এসব ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।

সর্বশেষ মঙ্গলবার ভোরে বিহারের ভাগলপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৯ জন অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ভারতে ১৮ জন অভিবাসী শ্রমিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

বিহারের ভাগলপুরের দুর্ঘটনার আগে দেশটির মহারাষ্ট্র ও উত্তর প্রদেশ রাজ্যে একাধিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। করোনাভাইরাস রোধে লকডাউন চলায় দেশটির বিভিন্ন রাজ্যের ভাসমান শ্রমিকরা বাড়ি ফিরতে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামছেন। আর এতেই বেড়ে গেছে দুর্ঘটনার সংখ্যা।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে, মঙ্গলবার ভোরে বিহারে ৯ জন ছাড়াও মহারাষ্ট্রে ৪ শ্রমিক নিহত ও ১৫ জন আহত হন। এর আগে সোমবার উত্তর প্রদেশে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ নারীসহ ৫ অভিবাসী শ্রমিকের প্রাণহানী ঘটে। এর আগের দিন লখনৌতে ২ শ্রমিক নিহত হন। সূত্র- ইন্ডিয়া টাইমস

 

টাইমস/এসএন

Share this news on: