বেলজিয়াম প্রধানমন্ত্রীকে চিকিৎসকদের ‘গার্ড অব ডিজঅনার’ (ভিডিও)

করোনাভাইরাস প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ এনে বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সামনে অভিনব প্রতিবাদ জানিয়েছেন রাজধানী ব্রাসেলসের একটি হাসপাতালের চিকিৎসকরা। দ্য গার্ডিয়ানের প্রকাশিত এ সংক্রান্ত এক ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী ওই হাসপাতাল পরিদর্শনে এলে পেছনফিরে ‘গার্ড অব ডিজঅনার’ দেন স্বাস্থ্যকর্মীরা।

শত শত চিকিৎসাকর্মীর এমন ‘প্রতিবাদী পিঠ’ দেখে ফিরে যেতে হয়েছে বেলজিয়ামের প্রধানমন্ত্রী সোফি উইলমেসকে। খবরে বলা হয়- করোনা ছড়িয়ে পড়ার পর এই প্রথম ব্রাসেলেসের সেন্ট পিটার হাসপাতালে যান সোফি উইলমেস। গাড়িতে করে প্রধানমন্ত্রী যখন হাসপাতালের রাস্তা দিয়ে ভেতরে ঢোকেন, তখন চিকিৎসকেরা উল্টোমুখ করে পাশাপাশি দাঁড়িয়ে ‘গার্ড অব ডিজঅনার’ দেন।

প্রতিবাদী ডাক্তাররা জানিয়েছেন, করোনা সামলানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নেয়ায় তারা এভাবে মৌন প্রতিবাদ করেছেন। এছাড়াও দেশটিতে করোনা শুরু হওয়ার পর সরকারের পক্ষ থেকে চিকিৎসকদের কর্মঘণ্টা বাড়ানোয় তারা আরও ক্ষেপে যান।

এভাবে ‘অপমানিত’ হওয়ার পর উইলমেস নিজেকে সামলে নিয়ে সংবাদ সম্মেলনে বলেন, “আমি মনে করছি এই প্রতিবাদের অর্থ আলোচনায় বসার আহ্বান। মহামারীর পর সবই পাল্টে যাবে।”

২০১৯ সালে দায়িত্ব নেয়ার আগে সোফি উইলমেস বেলজিয়ামের বাজেটমন্ত্রী ছিলেন। চার বছরের দায়িত্বে স্বাস্থ্য খাতে অনেক ব্যয় কমান তিনি। চিকিৎসকরা মনে করেন, প্রশাসনের সিদ্ধান্তহীনতা করোনা মোকাবেলায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এনিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার।

বেলজিয়াম প্রধানমন্ত্রীকে চিকিৎসকদের ‘গার্ড অব ডিজঅনার’ ভিডিও

 

টাইমস/জিএস

Share this news on:

সর্বশেষ

img
তানজিদের অভিষেক ফিফটিতে টাইগারদের বড় জয় May 03, 2024
img
শনিবার থেকে ট্রেনে বাড়তি ভাড়া, কোন রুটে কত May 03, 2024
img
আরআরআর'র সভাপতি আনোয়ার হোসেন সম্পাদক তাওহীদুল ইসলাম May 03, 2024
img
মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের May 03, 2024
img
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা : জয়দেবপুর স্টেশন মাস্টারসহ তিনজন সাময়িক বরখাস্ত May 03, 2024
img
নির্বাচনী আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেয়া হবে না: ইসি রাশেদা May 03, 2024
img
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তানজিদের অভিষেক May 03, 2024
img
অতি গরমের প্রভাব বাজারে, বেড়েছে মুরগি-সবজির দাম May 03, 2024
img
সরকারকে যারা চাপে রাখতে চেয়েছিল তারা নিজেরাই চাপে আছে: ওবায়দুল কাদের May 03, 2024
img
শনিবার বন্ধ থাকবে ২৫ জেলার স্কুল-মাদরাসা May 03, 2024