সিলেটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার সকাল ১১টা ২০ মিনিটে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ জামিল এ তথ্য জানিয়েছেন।

নিহতের নাম কালা মিয়া (৩৭)। সে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের টেকনাগুল গরুরহাট এলাকার বাসিন্দা।

পূর্ব জাফলং ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু বলেন, বিএসএফের গুলিতে নিহত ব্যক্তি ভারত সীমান্তের ভেতর থেকে বাঁশ আনতে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তার মরদেহ বর্তমানে পুলিশের জিম্মায় রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল ইউসুফ জামিল বলেন, আন্তঃসীমান্ত পিয়াইন নদীর ঢলে এই সময়ে পাহাড়ি এলাকা থেকে গাছের গুড়ি ও বাঁশ ভেসে আসে। নিহত ব্যক্তি সেগুলো কুড়াতে জাফলং সীমান্তের জিরো পয়েন্টে গিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুস সাকিব।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ